পুঠিয়া প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের আয়োজনে পুর্ণ তিনদিনের ৭২ ঘন্টার কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীবৃন্দ। রবিবার সকাল ৯ টা হইতে আগামী ৭২ ঘন্টা তিন দিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এটি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ। দেশের পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেনশন সরকারী কোষাগার থেকে দেয়ার দাবীতে আন্দোলন অব্যহত রয়েছে পৌর কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের। তারই অংশ হিসেবে পুর্ণ তিনদিনের কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। তারই অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হচ্ছে।