তানোর প্রতিনিধি: তানোরে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক না পরায় ৯জনকে ২শ’ টাকা করে জরিমানা করেছে তানোর উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত।
রোববার বেলা ১১টার দিকে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো তানোর থানা মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময় মাস্ক না পরায় ৯জনকে ২শ’ টাকা করে জরিমানা করেন।
এনিয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করার জন্য জনসাধারনকে সচেতন করতে ব্যাপক লিপলেট বিতরণ ও প্রচার প্রচারনাসহ বিনা মুল্যেও মাস্ক বিতরণ করা হয়েছে তার পরও অনেককেই মাস্ক ব্যবহার না করতে দেখা যাচ্ছে।
তিনি বলেন জনসাধারনকে সচেতণ করতেই রোববার সকাল থেকে থানা মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পরায় (ব্যবহার) ৯জনকে ২শ’ টাকা করে জরিমানা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই