নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৭ জন। শনাক্তের প্রায় অর্ধেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বিভাগে গত মাসের তুলনায় এ মাসে সুস্থ করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩১ জন। প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। বিভাগের মধ্যে বগুড়া ও রাজশাহী জেলায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
সুস্থ হওয়া ৫ হাজার ৮৭ জনের মধ্যে রাজশাহী ৭৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৩৮ জন, নওগাঁ ৬৪০ জন, নাটোর ১৫২ জন, জয়পুরহাট ১৯৭ জন, বগুড়া জেলায় ২ হাজার ৫৭৫ জন, সিরাজগঞ্জ ৩০৯ জন ও পাবনা জেলায় ৩১৩ জন।
রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায়
মারা গেল ১৪৬ জন। আর বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ২১২ জন। নতুন শনাক্ত নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৮ জন।
গত দিনের তুলনায় এদিন কম সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মোট ৫ হাজার ৮৭ জন সুস্থ হয়েছে। শনাক্তের প্রায় অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১০ হাজার ৯০৮ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৪ হাজার ৩৭০ জন, রাজশাহী জেলায় ২৪২৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩১৮ জন, নওগাঁ ৮৪৪ জন, নাটোর ৩৮৭ জন, জয়পুরহাট ৬৫৬ জন, সিরাজগঞ্জ ১১৮০ জন ও পাবনা জেলায় ৭২৪ জন।
বিভাগে মারা যাওয়া ১৪৬ জনের মধ্যে বগুড়া জেলায় ৯০ জন, রাজশাহী জেলায় ১৯ জন, সিরাজগঞ্জ জেলায় ১০ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১৩ জন, জয়পুরহাট ২ জন, নাটোরে ১ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ
হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৬০৪ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৮৫৪ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫০ হাজার ৯৫৯ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা
বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এমকে