নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে হঠাৎ করে রাজশাহী থেকে ঢাকাগামী বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর আবার প্রায় ৪ মাস পর বিমান চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে ঢাকা-রাজশাহী অভ্যন্তরীণ রুটে পুনরায় বিমান চলাচল শুরু হয়। যদিও প্রথম দিনে যাত্রী সংকটে বাতিল হয়েছে নভোএয়ার ও ইউএস বাংলার দুটি ফ্লাইট।
রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, মঙ্গলবার রাজশাহী বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে নভোএয়ারের একটি
ফ্লাইটে রাজশাহী থেকে ঢাকায় ১০ জন গেছে আর ঢাকা থেকে যাত্রী এসেছে ১২ জন। ইউএস বাংলার সকালের ও নভোএয়ার বিকেলের একটি করে দুটি ফ্লাইট বাতিল করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এখন থেকে নিয়মিত বিমান চলাচল করবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ থেকে হঠাৎ করেই রাজশাহী থেকে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ইন্টারন্যশলান সিভিল এভিয়েশান অর্গানাইজেশানের স্বাস্থ্য বিষয়ক সকল নির্দেশনা মেনে থেকে আবারও বিমান চলাচল শুরু হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।