জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মাদ্রাসা কমিটির সভাপতি জাহিদুল আলম বেনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.সামছুল আলম দুদ এমপি বলেন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করতে বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ,কে এম হেদায়েতুল ইসলাম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ও ম্দারাসার অধ্যক্ষ আনিছুর রহমান।
পরে মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রী, প্রবিন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ