খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে শোকজ নোটিশের জবাব দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বুধবার ১৬ জুলাই বেলা সোয়া ১২টায় তিনি সচিবালয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের কাছে কাগজ জমা দেন।
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিত জবাব দিয়েছেন। আমরা সেটি পেয়েছি। সেই জবাবের সঙ্গে তিনি অনেকগুলো কাগজ সংযুক্তি দিয়েছেন। সেগুলো পর্যালোচনা করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখবো যে, তার কাছে যা জানতে চেয়েছি সেগুলো তার জবাবে আছে কিনা। জবাবে সন্তুষ্ট হলেও আমরা লিখিতভাবে জানাবো, এবং সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেব তা আপনারা জানবেন।’
খবর২৪ঘন্টা/নই