নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা শনাক্তের হারে শীর্ষে অবস্থান করছে রাজশাহী জেলা। প্রতিদিনই রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হচ্ছে বিভাগীয় শহর রাজশাহী। গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে নতুন করে আরো ২১৩ জন করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১০৬ জনই রাজশাহী জেলার। তবে রাজশাহী মহানগরীতে বেশি করোনা শনাক্তকৃত রোগী। তবে সুস্থও হচ্ছে। শেষ ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্তকৃত ২১৩ জনের মধ্যে রাজশাহী
জেলারই রয়েছে ১০৬ জন। বাকি ১০৭ জন শনাক্ত হয়েছে রাজশাহীর বিভাগের বাকি ৭টি জেলা মিলিয়ে। তবে এরমধ্যে বগুড়া জেলা বেশি আক্রান্ত হয়েছে। শনাক্তকৃত রোগীর সংখ্যায় বিভাগে সবচাইতে বেশি রোগী রয়েছে বগুড়া জেলায়। এ জেলায় মোট রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৮ জন ও দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৭৮৮ জন। শুধু গত ২৪ ঘন্টায় নয় রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে বগুড়া ও রাজশাহী জেলায় বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। সবচাইতে কম রোগী শনাক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
এমকে