খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: অনেকদিন ধরেই তিনি খবরের শিরোনামে। বিগ বস-এর বিজেতা শিল্পা শিন্ডেকে নিয়ে আবার নতুন করে শুরু হল জল্পনা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন হয় যে, তিনি কবে বিয়ে করছেন? প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘এই মুহূর্তে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই।’’ তিনি আরও জানান, ‘‘আমি একা থাকতেই ভালোবাসি। একা থাকলে স্বাধীন থাকা যায়।’’
চল্লিশ ছুঁই ছুঁই এই টিলিভিশন তারকা কি তাহলে চিরকুমারী থাকার পরিকল্পনা নিয়েছেন নাকি? তিনি জানান, ‘‘সবটাই ভবিষ্যতের উপরে ছেড়ে দিয়েছি। সময় হলেই সব হবে।’’
বিগ বস-এর শেষ পর্বে হাডাহাড্ডি লড়াই করে জিতে আসা শিল্পা শিন্ডে হারিয়েছেন হিনা খানকে। শুধু তাই নয় অনেক বছর ধরে লড়ে যাচ্ছেন টেলিভিশন জগতে। সেই লড়াকু মনোভাব বজায় রাখতেই কি বিয়ে করবেন না? তিনি আরও জানান, ‘‘ বিয়ে মানেই একটা দায়িত্ব। একসঙ্গে থাকতে গেলে দু’জনকেই সবকিছু মানিয়ে নিয়ে থাকতে হবে, কিন্তু এই মুহূর্তে সেটা অসম্ভব।’’
খবর ২৪ ঘণ্টা.কম/ জন