নওগাঁ প্রতিনিধিঃ গরু বাধাকে কেন্দ্র করে নওগাঁয় প্রতিপক্ষের হামলায় আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সালাম ওই গ্রামের বাসিন্দা।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে সালাম তার গরু নিয়ে প্রতিবেশি আসলাম আলীর বাড়ির দেওয়ালের পাশে বাধে। এসময় গরু বাধাকে কেন্দ্র করে সালামের সঙ্গে আসলামের হাতাহাতি হয়। একপর্যায়ে সালাম পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ