নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর প্রমত্তা পদ্মায় প্রতিদিনই বাড়ছে পানি। জেলার বিভিন্ন উপজেলায় পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে। এখন ঝুঁকিতে রয়েছে শিক্ষানগরী রাজশাহীর শহর রক্ষা বাঁধও। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৯টায় পদ্মার পানির উচ্চতা পরিমাপ করা হয় ১৫ দশমিক ১৬ মিটার যা বিপদসীমার মাত্র ৩ মিটার নিচে রয়েছে। রাজশাহীতে পদ্মার পানির বিপদসীমার উচ্চতা ১৮ দশমিক ৫০ মিটার। পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, গত
শনিবার সন্ধ্যা ৬টার দিকে পদ্মার পানির উচ্চতা ছিলো ১৫ দশমিক ৬ মিটার। রোববারে ১০ সেন্টিমিটার পানি বেড়েছে। এভাবেই গত ৭ জুলাই থেকে পদ্মার পানি বাড়ছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, পদ্মার পানি বাড়লেও এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। ২০১৬ সালে রাজশাহী নগরীর শ্রীরামপুর পুলিশ লাইন বাঁধে ৩ মিটার ফাটল দেখা দেয়। তখন তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে বাঁধটি সংস্কার করা হয়। তখন থেকে সেভাবেই
বাঁধটি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম বলেন, রাজশাহীর শ্রীরামপুর শহর রক্ষা বাঁধের নতুন ডিজাইন জমা দেয়া হয়েছে। এখনো পাশ হয়নি। তবে বাঘার নদীর পাড় বাঁধার প্রকল্প পাশ হয়েছে। কাজ এখনো শুরু হয়নি।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।