রয়েল খান স্পোর্টস ডেস্ক: রোনালদোর জোড়া গোলে তিন মাস পর লা লিগায় টানা দ্বিতীয় জয় পেল রিয়াল মাদ্রিদ। শনিবার ভালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়ে জিনেদিন জিদানের দল।
ভালেন্সিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে রিয়াল। ম্যাচের সপ্তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল দলটি। তবে গোলরক্ষকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন বেল। ম্যাচের ১৬ মিনিটে ডি বক্সের রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন রোনালদো।
ম্যাচের ২৭ মিনিটে টনি ক্রুসের বাড়ানো বল জালে জড়াতে ব্যর্থ হন রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে বেনজামাকে ফাউল করলে আবারও পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। বিরতির ঠিক আগে ব্যবধান কমানোর সুযোগ পায় স্বাগতিকরা। তবে গোলমুখে ফাঁকায় বল পেয়ে উঁচিয়ে মারেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো।
বিরতি থেকে ফিরে ব্যবধান কমান সান্তি মিনা। ম্যাচের ৫৮ মিনিটে মিডফিল্ডার দানি পারেহোর কর্নারে হেডে বল জালে জড়ান স্প্যানিশ এই ফরোয়ার্ড। ম্যাচের ৮৪তম মিনিটে ব্যবধান আবারও বাড়ায় মার্সেলো। মার্কো আসেনসিওর বাড়ানো বলে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। পাঁচ মিনিট পর জোরালো শটে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা ভালেন্সিয়া ৪০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
খবর২৪ঘণ্টা.কম/রখ