বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজাসহ নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকতারুজ্জামান।
তিনি জানান, গত সোমবার (৬ জুলাই) বাঘার ইউএনওসহ ২৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর শুক্রবার রাতে সেগুলোর ফলাফল পাওয়া যায়।
ফলাফলে ইউএনওসহ ১০ জনের করোনাভাইরাস সংক্রমণের পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে ইউএনও নিজ কর্মস্থলের সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকতারুজ্জামান জানান, গত ৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত বাঘায় সর্বমোট ৩২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১০ জন, মারা গেছেন ২ জন। বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সকল রোগীকে হাসপাতাল থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখাসহ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।