সংবাদ বিজ্ঞপ্তি :
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ কারাগারে আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার বিকেলে নগরীর কাদিরগঞ্জ কড়ইতলা এলাকায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ম আহবায়ক নুসরাত এলাহী রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শরিফ আলী, মো: সাঈদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহরিয়ার আমিন বিপুল, মিতু, ইকবাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশের আগে মহানগর স্বেচ্ছসেবক দলের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কাদিরগঞ্জ কড়ইতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ম আহবায়ক নুসরাত এলাহী রিজভী। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতা নুসরাত এলাহী রিজভী বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ইয়াছিনকে কারাগারে আটকে রেখে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার অত্যাচার-নির্যাতন এবং কারাগারে আটকে রেখে ভয়ভীতি দেখানোর যত চেষ্টাই করুক না কেন- তাতে কোনো লাভ হবে না।
তিনি বলেন, এদেশের যুবসমাজসহ সর্বস্তরের মানুষ অগণতান্ত্রিক এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তিনি।
খবর২৪ঘন্টা /এম কে