নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় ৫০০ পিস ইয়াবাসহ সাকিম আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী হরিপুর খড়িয়ার গ্রামের আবুল হোসেনের ছেলে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খড়িয়ার গ্রামে
মাদক ব্যবসায়ী সাকিম ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল তাৎক্ষণিকে সেখানে অভিযান চালিয়ে তাকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে দামকুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমকে