শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুর পৌর শহরের খেজুরতলা এলাকায় অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে কথিত সাংবাদিক গোলাম রব্বানী (৪৫) ও এক যুবতীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গত শনিবার রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কথিত সাংবাদিক গোলাম রব্বানী দীর্ঘদিন ধরে শেরপুর পৌরশহরের খেজুরতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে একাই বসবাস করে আসছে। এরই এক পর্যায়ে গত শনিবার দুপুরে তাড়াশ বাজারপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের মেয়ে ছাবিনা খাতুনের সাথে পূর্ব পরিচিত হওয়ায় তাকে ডেকে নিয়ে এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে।
এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের হাতেনাতে আটক করে শেরপুর থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানা পুলিশের এসআই আতিকুর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা দেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা /এএইচআর