নাটোর প্রতিনিধি: নাটোরে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতা চিত্তরঞ্জন সাহাকে আহ্বায়ক ,মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নবীউর রহমান পিপলুকে যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। বুধবার এই কমিটি গঠন উপলক্ষে শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় পার্টি প্যালেসে এক সভা অনুষ্ঠিত হয়েছে। চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নবীউর রহমান পিপলু,আব্দুল মালেক শেখ,অধ্যক্ষ মকছেদ আলী,অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রবীন শিক্ষক মোহম্মদ নাসিহ, দৈনিক প্রন্তজন পত্রিকার প্রকাশক সম্পাদক সাজেদুর রহমান সেলিম,হায়দার আলী, প্রবীন শিক্ষক সত্যেন্দ্রনাথ, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, অ্যাডভোকেট মানসী, সুকুমার সরকার, আব্দুর রাজ্জাক, আলতাফ হোসেন প্রমুখ। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটি ঘোষনা করেন অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়।
খবর২৪ঘন্টা/নই