1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, যমুনা নদীতে ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউপির নিম্নাঞ্চলের পাট, ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। রোববার সকালে বগুড়া ডিসি ফয়েজ আহাম্মদ ও সারিয়াকান্দি ইউএনও মো. রাসেল মিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান শওকত আলী জানান, পানি বৃদ্ধির ফলে ইউপিতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ায় এরমধ্যে ৪ শতাধিক বাড়িঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও বহুলাডাঙা কমিউনিটি ক্লিনিক, আাউচারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও কাকালিহাতা প্রজামে মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।রোববার দুপুরে সারিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রাসেল মিয়ার সভাপতিত্বে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সভায় বন্যা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। খবর২৪ঘন্টা/এবি

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST