নাটোর প্রতিনিধি: নাটোর জেলা সদরে স্থাপিত হতে যাচ্ছে ডঃ ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়। এই সংবাদে জেলা সদরের মানুষ খুশি। জনপ্রতিনিধি , সুশীল সমাজসহ নাটোরের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কৃষি প্রধান জেলা হিসেবে নাটোর জেলা সদরে একটি কৃষি বিশ্বদ্যিালয় প্রতিষ্ঠার। নাটোরের মানুষের প্রাণের দাবি বুঝতে পেরেই সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল দশম এবং একাদশ জাতীয় সংসদে নাটোরে ডঃ ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। তাঁর সেই দাবিকে অগ্রাধিকার দিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে স্থান নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের নাম চুড়ান্ত করণের জন্য পত্র প্রেরন করেছেন। এ সংবাদে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। তিনি আজ এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, দশম সংসদের দ্বিতীয় অধিবেশন থেকে একাদশ জাতীয় সংসদের জুন মাস পর্যন্ত ডঃ ওয়াাজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় নাটোর সদর উপজেলায় স্থাপনের জন্য আমি সিদ্ধান্ত প্রস্তাব এবং ৭১ বিধিতে অব্যাহত ভাবে কৃষি বিশ্ববিদ্যালয় নাটোর সদর উপজেলায় স্থাপনের দাবি জানিয়ে আসছি। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আশ্বাস দিয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্মতিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতামতের ভিত্তিতে নাটোর সদর উপজেলায় ডঃ ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
নাটোর জেলা সদরে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হলে নাটোর সহ সমগ্র উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীরা উপকৃত হবে বলে মাননীয় প্রধানমন্ত্রীর এরূপ সিদ্ধান্তকে আমি আমার নির্বাচনী এলাকা নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা বাসীর পক্ষ থেকে স্বাগত এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।
খবর২৪ঘন্টা/নই