খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
জেসি জানান, গত ২২ জুন সংসদ ভবন ক্লাবের মেডিকেল সেন্টারে তিনিসহ অন্য সংসদ সদস্যদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। ২৩ তারিখ সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তিনি বর্তমানে রাজধানী ঢাকায় ন্যাম ভবনের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। খবর২৪ঘন্টা /এবি