খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃরাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত একজনের নাম আল আমিন (১৬)। তার বাড়ি কুড়িগ্রামে। সে দিনমজুরের কাজ করত। বাকি দু’জনের নাম পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫ ও ৪০ বছর।
বৃহস্পতিবার বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, সকাল ৮ টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। একই জায়গায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।খবর২৪ঘন্টা /এবি