শেরপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়ন থেকে স্বামী সাইদুল ইসলামের (২৮) লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। নিহত সাইদুল ইসলাম কুসুম্বি ইউনিয়নের হাফুনিয়া কলোনী গ্রামের মৃত শাহ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় কুসুম্বি ইউনিয়নের হাফুনিয়া কলোনী গ্রামের নিজ গোয়ালঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা য়ায়, গত ৬দিন আগে সাইদুল সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের নাদু প্রাং এর মেয়েকে বিয়ে করে।
স্ত্রী নাসরীন আক্তারকে ভোর ৫টায় গোসল করার কথা বলে ঘর থেকে বাহির হয়। সকাল ৮টায় স্ত্রী নাসরীন ঘুম থেকে উঠে দেখে স্বামী সাইদুল ইসলাম পাশে নেই। কিছুক্ষন পরে গোয়াল ঘরে গিয়ে দেখে মাথায় আঘাত করা ঝুলন্ত লাশ। তখন আত্মীয় স্বজন ও এলাকবাসীকে খবর দেয়।
তারা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শেরপুর থানার এসআই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
খবর২৪ঘন্টা/ এএইচআর