দুর্গাপুর প্রতিনিধি: উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে রাজশাহী দুর্গাপুরে আনুষ্ঠানিকভাবে ধান, চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান।
এতে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা,উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার মেয়র তোফাজ্জাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি এজাজুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের (ওসিএলএসডি) আফরোজা বেগম জানান, চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৯৯৫ মেট্রিক টন ধান এবং ৩৬ টাকা কেজি দরে ৫১৭ মেট্রিক টন চাল মিলার ও কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ কর্মসূচি চলবে বলে জানান তিনি।খবর২৪ঘন্টা /এবি