আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমার গোপালনগরের গোবদিয়া নদীতে মাছ ধরার সময় একটি কুমির এক মত্স্যজীবীকে টেনে নিয়ে গেছে।
এবিপি লাইভ’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বিষ্ণুপদ সাঁতরা নামের ৭০ বছর বয়সী ওই মৎস্যজীবীর উপর আচমকা হামলা চালায় বিরাট একটি কুমির। স্ত্রীর সামনেই কুমিরটি ওই মত্স্যজীবীকে টেনে নিয়ে যায়। প্রচুর চেষ্টা চালিয়েও কুমিরের মুখ থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে পারেননি বিষ্ণুপদের স্ত্রী।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।খবর২৪ঘন্টা /এবি