নিজস্ব প্রতিবেদক ; রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা উল্টে পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন, মতিহার থানার পুলিশ কনস্টেবল একরামুল ও অটোরিকশাচালক। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার নগরীর ফায়ার সার্ভিসের মোড়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আজ বুধবার সকালে একটি মোটরসাইকেল-অটোরিকশা কে ধাক্কা দিলে পুলিশ কনস্টেবলসহ দুজন আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।