সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে এরমধ্যে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। রোববার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি ১২ দশমিক ৫৬ মিটার রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বেড়েছে ২২ সেন্টিমিটার।
তিনি বলেন, আরো কিছুদিন পানি বাড়বে। কয়েকদিনের মধ্যে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা (১৩ দশমিক ৩৫ মিটার) অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে সবজিসহ বিভিন্ন ফসল। যমুনা নদী অধ্যুষিত জেলার পাঁচটি উপজেলার প্রায় ৩০ ইউপির নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।খবর২৪ঘন্টা /এবি