1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
একই পরিবারের ১৬ জন করোনায় আক্রান্ত - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

একই পরিবারের ১৬ জন করোনায় আক্রান্ত

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্র নেতা লক্ষ্মীপদ দাশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় তার পরিবারের আরো ১৫ জন করোনা শনাক্ত হন। দেশে এই প্রথম একই পরিবারের ১৬ জন করোনায় আক্রান্ত হলেন।

গত ১৭ জুন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি ছাড়াও তার স্ত্রী, কন্যা করোনা পজিটিভ হন। পরদিন ১৮ জুন শনাক্ত হয় এই পরিবারের আরো চারজন। ১৯ জুন এই পরিবারের আরো ৯ জনের নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে লক্ষ্মীপদ দাশের দুই বড় ভাই এবং তাদের সন্তানেরা রয়েছেন। 

বান্দরবান শহরের রাজার মাঠ এলাকার একই বাড়িতে অবস্থানকারী এই যৌথ পরিবারের বেশির ভাগ সদস্যই করোনা আক্রান্ত হয়ে পড়ায় তাদের সেবা-যত্ন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

লক্ষ্মীপদ দাশ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর নেতৃত্বে গঠিত করোনা পরিস্থিতিতে নাগরিক উদ্যোগের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অনেকের সংস্পর্শে আসেন। 

লক্ষ্মীপদ দাশ কার সংস্পর্শে এসে আক্রান্ত হন- তা তিনিও বুঝতে পারছেন না। পুরো পরিবার তার দ্বারা সংক্রমিত, নাকি পরিবারের অন্য কোনো সদস্য করোনার উৎস তা এখনো জানা যায়নি।  

বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অং সুই মারমা জানান, করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে সামরিক হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়ার সময় তিনি মন্ত্রীর খুব কাছাকাছি থেকেছেন। কিন্তু এ জন্য এখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন- এমনটাও বলা যাবে না। 

তিনি আরো বলেন, সেদিন যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আর কেউ এখনো আক্রান্ত হননি। লক্ষ্মীপদ দাশের পরিবারের সবাই নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।খবর২৪ঘন্টা /এবি

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST