আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের জেরে আটক হওয়া ১০ ভারতীয় সেনার মুক্তির খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। তবে দেশটির এ খবরকে নাকচ করেছে চীন। ভারতীয় কোনো সেনাকে আটক করা হয়নি বলে জানিয়েছে দেশটি।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভারতের বার্তা সংস্থা পিটিআইসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, চীনের সেনাবাহিনীর কাছে আটক থাকা ১০ ভারতীয় সেনাকে মুক্তি দেয়া হয়েছে। সেনাবাহিনীর কয়েকটি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, মুক্তি পাওয়াদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও ৩ জন মেজর রয়েছেন।
এ প্রসঙ্গে ঝাও লিজিয়ান বলেন, আমরা ভারতের কোনো সেনাকে আটক করিনি। দুই দেশের সংঘর্ষের মধ্যে কোনো সেনা আটকের ঘটনা ঘটেনি।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে ঝাও বলেছেন, কে সঠিক এবং কে ভুল সেটি অত্যন্ত স্পষ্ট। এই সংঘর্ষের দায়বদ্ধতা পুরোপুরি ভারতের।
ঝাও লিজিয়ান আরো বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রয়েছে। চীনের সঙ্গে দীর্ঘ মেয়াদে দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় রাখতে ভারত তাদের সঙ্গে কাজ করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।খবর২৪ঘন্টা /এবি