নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর নিয়ামতুপুরে ২২৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর মিয়াপাড়া এলাকার জালালের ছেলে মোজাহিদ ইসলাম (২৩) ও মান্দা থানার কালিশপা গ্রামের মোবারকের ছেলে তারেক হোসেন (৩৫)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন বটতলী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোজাহিদ ইসলাম ও তারেক হোসেনকে ২২৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমকে