খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণের হারের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ায় ট্রেনের যাত্রীসংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে সোনার বাংলা এবং উপকূল এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী রবিবার থেকে আন্তঃনগর ট্রেন দুটি চলবে না।
শুক্রবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
সচিব জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের বিভিন্ন স্থানে রেড জোন চিহ্নিত করা হয়েছে এবং সংক্রমণের বিষয়টি মাথায় রেখে যাত্রী চলাচল কমে এসেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এবং ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
রেল সচিব বলেন, ‘করোনা ভাইরাসের কারণে এই দুটি রুটে যাত্রী নেই। খালি ট্রেন আনা-নেয়া করে তো লাভ নেই। তাই সাময়িকভাবে ট্রেন দুটি বন্ধ রাখা হয়েছে। যাত্রী বাড়লে আবার ট্রেন দুটি চালু করা হবে।‘
দেশের অন্যান্য রুটে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেল সচিব।
এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চালু হয় ট্রেন। বর্তমানে দেশর বিভিন্ন রুটে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল করছে।
খবর২৪ঘন্টা/নই