বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আরও ১০৫ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্তদের মধ্যে ৭০ জন পুরুষ, ৩৩ জন নারী এবং দুইজন শিশু রয়েছেন। শুক্রবার দুপুর ১২টায় তিনি এই তথ্য জানান।
ডেপুটি সির্ভিল সার্জন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের করোনার পরীক্ষার ল্যাব থেকে ১৮৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে বগুড়ার নমুনা ছিলো ১৫৮টি। এর মধ্যে ৩০ জনের নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ১৭৫টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে ৭৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা গেছে। এদের মধ্যে বগুড়া সদর থেকে ৬৮ জন, গাবতলীতে তিনজন, কাহালুতে একজন, দুপচাঁচিয়ায় দুইজন, শাজাহানপুরে আটজন, শেরপুরে দুইজন, সোনাতলায় ১৫ জন, শিবগঞ্জে তিনজন, আদমদীঘিতে একজন এবং নন্দীগ্রামে একজন ব্যক্তির করোনা শনাক্ত নিশ্চিত হওয়া গেছে।
নতুন ১০৫ জন করোনা রোগী নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১৯২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৫ জন। মারা গেছেন ২৭ জন। ফলে বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১৭০১ জন।
খবর২৪ঘন্টা/নই