নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় নতুন আরো ২০ জনসহ মোট ১৭৪৬ জন করোনা পজিটিভ হয়েছে। এরমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ও ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন নিজ নিজ বাড়িতে। ১৭৬ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৬৯
জন, বাঘা উপজেলায় ১২ জন, চারঘাট উপজেলায় ১৪ জন, পুঠিয়া উপজেলায় ১২ জন, দুর্গাপুর উপজেলায় ৬ জন, বাগমারা উপজেলায় ১২ জন, মোহনপুর উপজেলায় ২১ জন, তানোর উপজেলায় ১৭ জন, পবা উপজেলায় ১২ জন ও গোদাগাড়ী উপজেলায় ১ জন রয়েছে।
এদিকে, করোনা শঙ্কায় রাজশাহী জেলা ও মহানগরে ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরে ২১জন । বাকি ৯ উপজেলায় কেউ হোম কোয়ারেন্টানে নাই। এ পর্যন্ত জেলায় ১৯৬৭জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১৯৪৬ জন। আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমকে