সংবাদ বিজ্ঞপ্তি :
শারারিক দূরুত্ব বজায় রেখে ৩ নং ওয়ার্ডের ডিঙ্গাডোবা, ঘোষমহল ও বিলসিমলা এলাকার ৫০০ পরিবারের মাঝে সরকারীবরাদ্দের চাউল সুস্ঠভাবে বিতরণ করলেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল হোসেন । আজ মঙ্গলবার বেলা ২ টা থেকে নিজ কার্যালয়ের সামনে থেকে চাউল বিতরণ করেন কামাল হোসেন । ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন আল্লাহ্ র রহমতে এযাবৎ সরকারী বরাদ্দের সকল ত্রাণ সামগ্রী সুস্ঠভাবে বন্টন করতে পেরেছি । সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকেও ৩ নং বাসীর মাঝে বিতরণ করা হয়েছে । কামাল হোসেন আরও বলেন মাননীয় প্রধানন্ত্রীর বিশেষ ও এম এস এর ১০০০ কার্ড ইতিমধ্যে নিম্ম আয় দরিদ্র্যের মাঝে বিতরণ করা
হয়েছে যার মাধ্যমে ১০ টাকা কেজি চাউল ওয়ার্ডবাসী ক্রয় করতে পারছে। কামাল হোসেন বলেন রাজশাহী সিটি কর্পোরশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাই রাজশাহীর অস্বচ্ছল ও নিম্ম আয়ের জনসাধরনে খাদ্র্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় আমি লিটন ভাইয়ের নির্দেশক্রমে কাজ করে চলেছি। কামাল হোসেন মাননীয় মেয়র মহোদয়কে ৩নং ওয়ার্ডের প্রতি বিশেষ নজর দেওয়ার অনুরোধ করে বলেন আমার ওয়ার্ডে দরিদ্র খেটে খাওয়া লোকজনের বসবাস বেশি তাই বরাদ্দ বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন । কামাল হোসেন সকলকে স্ব্যাস্থবিধি মেনে চলতে অনুরোধ করেন এবং অসহায় জনগণের পাশে সকলকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।
এমকে