নাটোর প্রতিনিধি: করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি পালন ও মাস্ক ব্যবহারের নিশ্চিত করতে মাঠে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে নাটোর শহরের কানাইখালী সহ বাজারে বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ডেজী চক্রবর্তীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও সতর্ক করা হয়। বেশ কয়েক টিকে প্রতিষ্ঠানে ও পথচারীকে মাস্ক ব্যবহান না করায় অর্থিক জরিমানা করা হয়। শহরের উত্তরা সুপার মার্কেট, কমলা সুপার মার্কেট, আমানা বিগ বাজার, ওষুধের দোকান সহ পথ চারি দের মাস্ক ব্যবহার না করায় এই জরিমানা করা হয়েছে। এসময় মোট ৮ হাজার ১ শত টাকা জরিমনা করা হয় । এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রাসেল এই ভ্রাম্যমান আদালত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই