1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দেশে করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ আক্রান্ত ও মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

দেশে করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ আক্রান্ত ও মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃগত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ৮৬২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৫৩ জন। যা একদিনের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ২৬২ জন। 

মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার  ৮৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩ জন। এদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২৬২ জনে। 

আইইডিসিআরের তথ্যানুযায়ী, হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে আরো ২ হাজার ২৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩৬ হাজার ২৬৪ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪২৭। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ২৮ হাজার ৪৯১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ৪২ হাজার ২৭০ জন।খবর২৪ঘন্টা /এবি

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST