নিজস্ব প্রতিবেদক : জোনভিত্তিক সতর্কতায় রাজশাহী মহানগর, তানোর ও চারঘাট উপজেলা ইয়োলো জোনের মধ্যে পড়েছে। প্রতি এক লাখে ৩-৯ জন সংক্রমিত হলেই ইয়েলো জোন। সেই হিসেবে এ তিন এলাকা এখন ইয়েলো জোনে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতি ১ লাখে ৩-৯ জন সংক্রিমত হলেই ইয়োলো জোনের মধ্যে পড়বে। সেই হিসেবেই রাজশাহী মহানগর, তানোর ও চারঘাট ইয়োলো জোনে পড়েছে। তিনি আরো বলেন, ১৪ দিনের মধ্যে নমুনা পরীক্ষায় প্রতি ১ লাখে ৩-৯ জন শনাক্ত করোনা রোগী পাওয়া গেলে ওই এলাকা ইয়েলো জোন হিসেবে গণ্য হবে। এই হিসেব অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা, তানোর
ও চারঘাট উপজেলা ইয়েলো জোনের মধ্যে পড়ছে। এ তিন ইয়োলো জোনের মধ্যে পড়লেও বাকি ৭ উপজেলা ও ১৪টি পৌরসভা গ্রিন জোনের মধ্যে রয়েছে। স্বাস্থ্য পরিচালক আরো বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আরো বেশি সচেতন ও সতর্কতা বাড়াতে হবে। অবশ্যই মুখে মাস্ক পরে থাকতে হবে। মাস্ক পরেই শুধুমাত্র ৪০ শতাংশ করোনা থেকে বাঁচা সম্ভব। গণপরিবহন এড়িয়ে চলতে হবে। ছোট ঘরের মধ্যে গাদাগাদি করে বসা যাবে না। যদি একজনের করোনা পজিটিভ হয় তাহলে সবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন আরো বেশি সতর্ক থাকতে হবে।
এমকে