খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃকোভিড-১৯ মহামারির কারণে দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। দুবাই থেকে এই যাত্রীদের নিয়ে মঙ্গলবার সকাল ৭টা ১৩মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
কামরুল ইসলাম জানান, দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করে।
তিনি জানান, দুবাই থেকে প্রত্যেক যাত্রীকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করা এবং ২ জোড়া ডিসপোজেবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের বেশি সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল অনেক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না। এ অবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় দুবাই থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।খবর২৪ঘন্টা /এবি