1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় করোনা উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

পাবনায় করোনা উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

পাবনা ব্যুরো: পাবনায় করোনা উপসর্গ নিয়ে উৎপল সরকার (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ জুন) রাতে মারা যান।

উৎপল সরকার পাবনা সদর উপজেলার বাসিন্দা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পাবনা জোনাল শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দুপুর পর্যন্ত পাবনা জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হলো।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, ওই ব্যাংক কর্মকর্তা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তিনি করোনা রোগী ছিলেন কিনা তা তার নমুনা পরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে।

পাবনা জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট ও বিএমএ পাবনা শাখার সেক্রেটারি ডা. আকসাদ আল-মাসুর আনন জানান, বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে তিনি পাবনা জেনারেল হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছিল। তবে তার অবস্থার অবনতি হওয়ায় স্বজনরা তাকে স্থানান্তর করতে পারেননি।

এদিকে পাবনায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় করোনা আক্রান্ত ৫ জনসহ করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০ দিনের এক শিশুসহ ১৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুর পর্যন্ত পাবনার পুলিশ সুপারসহ আরো ১১ পুলিশ, ৪ চিকিৎসক, ৪ ব্যাংকার এবং নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ২০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST