নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার রাজাপুর কামারদিয়ার গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেল দুই কৃষকের স্বপ্নের গরুর খামার। পুড়ে গেছে খামারের দুটি ঘর, চারটি গরু বেশ কয়টি ছাগল ও একটি অটোরিকশা। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
নাটোরের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গতরাতে আনুমানিক একটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। কেউ কিছু বুঝে ওঠার আগেই হক মিয়া ও আব্দুর রহিমের খামারের দুটি ঘর আগুন ময় হয়ে পড়ে। এ সময় আগুনে দগ্ধ হয়ে মারা যায় দুই খামারের চারটি গরু ও বেশ কয়েকটি ছাগল ও একটি অটোরিকশা। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীরা জানান এই আগুনে তারা সর্বস্বান্তে গেছে। প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান।খবর২৪ঘন্টা /এবি