আন্তর্জাতিক ডেস্ক নেপালে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ করছে দেশটির শত শত মানুষ। সেখান থেকে ১০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে ৭ জন বিদেশি নাগরিক রয়েছে বলেও জানা গেছে।
শনিবার দেশটির রাজধানী কাঠমান্ডুতে এ বিক্ষোভ হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের পর গত মার্চ মাসে পুরোপুরি লকডাউনের ঘোষণা দেয় নেপাল সরকার। তবে এরপরও দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, মহামারি এ ভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করছে না সরকার।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৩৫ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৯১৩ জন।
এক বিবৃতিতে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার তৃতীয় দিনের কাঠমান্ডুর একটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় প্রায় এক হাজারের বেশি মানুষ। এর আগে বিক্ষোভের প্রথম দিন দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তবে শনিবার পরিস্থিতি শান্ত ছিলো।
পুলিশ কর্মকর্তা বসন্ত লামা বলেন, নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে বিদেশিদের গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, করোনা সংকট মোকাবিলায় আরো ভালো কোয়ারেন্টাইন সুবিধার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া করোনা শনাক্তে আরো বেশি পরীক্ষা ও মেডিকেল সরঞ্জামাদি সরবরাহ ও ওষুধ ক্রয়ে স্বচ্ছতার দাবি জানিয়েছে তারা।
রমেশ প্রধান নামে এক বিক্ষোভকারী বলেন, কোয়ারেন্টাইন কেন্দ্রগুলোতে পানি ও নিরাপত্তার অভাব রয়েছে। সেখানে স্যানিটেশন ব্যবস্থাও ভালো নয়। এগুলো করোনাভাইরাসের উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। এগুলোর অবশ্যই উন্নতি করতে হবে।
নেপালের সরকার জানিয়েছে, মহামারি মোকাবিলায় প্রায় ৮৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে দেশটি। দেশের প্রায় ৩ লাখ ১০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া প্রায় এক লাখ ৫৮ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তবে বিক্ষোভকারীদের দাবি, ৩০ মিলিয়ন মানুষের দেশে শুধুমাত্র এই ব্যবস্থা পর্যাপ্ত নয়।
শনিবার এক বিবৃতিতে দেশটির উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেল বলেন, করোনার পরীক্ষা-নিরীক্ষা বৃদ্ধি, চিকিত্সা পরিষেবা বৃদ্ধি এবং কোয়ারেন্টাইন সুবিধা উন্নত করতে প্রতিজ্ঞাবদ্ধ দেশটির সরকার।খবর২৪ঘন্টা /এবি
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।