নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২২১০ জনে দাঁড়িয়েছে ও মৃত্যু হয়েছে ৩০ জনের। বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও চারজন। অপর দুই জেলায় এদিনে কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। শুক্রবার দুপুরে এক প্রতিবদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ৮ জন, নওগাঁয় ২২, নাটোরে ৩ জন, বগুড়ার ৫৫ জন, সিরাজগঞ্জের ১২ জন ও পাবনায় ১১ জন। তবে বিভাগের অপর দুই জেলা জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি
জানান। ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত দুই হাজার ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় এক হাজার ১৬৪ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ১২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন, নওগাঁয় ১৮৫ জন, নাটোরে ৮১ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ১৭৫ জন ও পাবনায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় বগুড়ায় চারজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জন। তবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এখন পর্যন্ত রাজশাহীতে তিনজন, নওগাঁয় তিনজন, নাটোরে একজন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ১১ জন। এ নিয়ে বিভাগে সুস্থ্য হয়েছেন ৪৭৫ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৩৩, চাঁপাইনবাবগঞ্জে ৪২ জন, নওগাঁয় ১২০ জন, নাটোরে ৪৭ জন, জয়পুরহাট ১১৭ জন, বগুড়ায় ৮৯ জন, সিরাজগঞ্জ ১৬ জন ও পাবনায় ১১ জন।
ডা. গোপেন্দ্র নাথ বলেন, রাজশাহী বিভাগে চারটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে সরকারিভাবে তিনটি ও বেসরকারি একটি। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি সরকারি। বেসরকারি ল্যাব বগুড়ায়। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে। তার সঙ্গে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা ।