নিজস্ব প্রতিবেদক : মাস্ক না পরাসহ অন্যান্য অপরাধে রাজশাহীতে ১৬৫ টি মামলায় ১ লাখ ২৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে। রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার রাতে তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, আজ ১১ জুন বৃহস্পতিবার মাক্স না পরা সহ অন্যান্য অপরাধে ১৬৫ টি মামলা হয়েছে। আর জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৪৫০ টাকা। এদিন জেলা প্রশাসনে পক্ষ থেকে আর ৭ হাজার ৫৬০ টি মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার থেকে মাঠে নেমেছে রাজশাহী জেলা প্রশাসনের ভাম্যমান আদালত।
এমকে