1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী মহানগরীতেই এখন সবচাইতে বেশি করোনা রোগী - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতেই এখন সবচাইতে বেশি করোনা রোগী

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০
রাজশাহী মহানগর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও জেলায় পর্যন্ত মোট ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরীতে রয়েছে ২৮ জন আর জেলার নয়টি উপজেলায় ৬৮ জন। সুস্থ হয়েছে ১৮ জন ও মৃত্যু হয়েছে চারজনের। রাজশাহীতে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। অথচ শুরুর দিকে রাজশাহী মহানগরীতে কোন করোনা সংক্রমিত রোগী ছিলনা। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ধীরে ধীরে বাড়তে শুরু করে রাজশাহী মহানগরীতে করোনা সংক্রমিত রোগের সংখ্যা। জেলার নয়টি উপজেলা ও ১৪ টি পৌরসভার মধ্যে রাজশাহী মহানগরীতে এখন সবচাইতে বেশি করোনা রোগীর সংখ্যা। সচেতন মানুষরা বলছেন, করোনা থেকে বাঁচতে ও সংক্রমিত রোগীর সংখ্যা কমাতে সচেতনতা ও স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মেনে চলার কোন বিকল্প নেই।

জানা গেছে, রাজশাহীতে চলতি বছরের ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় পুঠিয়া উপজেলায়। আস্তে আস্তে জেলার বিভিন্ন উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। বিভিন্ন উপজেলা ও পৌরসভা এলাকায় করোনা রোগীর সংখ্যা বাড়লেও করোনা শূন্য ছিল শিক্ষা নগরী রাজশাহী। কিন্তু হঠাৎ করেই রাজশাহী মহানগরীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত সোমবার ৫ জন শনাক্ত হয় ও গতকাল মঙ্গলবার আরো ৫ জন করোনা পজিটিভ হয়। গতকাল মঙ্গলবার মারা যায় আরো ২ জন এবংং একজন উপসর্গ নিয়ে।

এখন জেলার অন্যান্য উপজেলা ও পৌরসভার মধ্যে রাজশাহী মহানগরবাসী বেশি সংক্রমণের মধ্যে রয়েছে। করোনা থেকে বাঁচতে মানুষের সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া বিকল্প কোন পথ নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট সচেতন মহলের মানুষজন। এদিকে, এ অবস্থার মধ্যেও মহানগরীর বিভিন্ন রাস্তাঘাট, দোকানপাট এবং কাঁচা বাজারে এখনো নিশ্চিত স্বাস্থ্যবিধি।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST