নিজস্ব প্রতিবেদক রাজশাহী মহানগরীতে আরো পাঁচজন করো না পজেটিভ হয়েছেন। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ও মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় রাজশাহী মহানগরীর পাঁচজনের করোনা পজিটিভ হয়। বাকিরা বিভাগের অন্যান্য জেলার।
এ নিয়ে রাজশাহী জেলা ও মহানগরে মোট ৯১ জন করোনা পজিটিভ হলেন। ৯১ জনের মধ্যে ২৯ জন রাজশাহী মহানগর এলাকার। বাকিরা জেলার নয়টি উপজেলার। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা রোগে মারা গেছে আর একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। প্রতিদিনই রাজশাহীতে উল্লেখযোগ্যহারে করো না রোগীর সংখ্যা বাড়ছে।
এমকে