নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া (পূর্বপাড়া) গ্রামে মাত্র ৫ টাকা চেয়ে না পাওয়ায় মাকে ধারালো হাসুয়া কুপিয়ে হত্যা করেছে ৭ বছর বয়সি ফাহিম নামের এক শিশু। নিহত নারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়া গ্রামের রবিউলের স্ত্রী। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ এবং লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশেপাশের মানুষ ওই বাড়িতে জড়ো হয়। ওই শিশু ব্রাক স্কুলের প্রথম শ্রেণীতে পড়াশোনা করে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
(সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে ৭ বছর বয়সি শিশু ফাহিম তার মা ফাতেমার কাছে ৫ টাকা চায়। এ সময় তার মা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে দুটি থাপ্পড় দেয়। এতে ওই শিশু ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে তার মাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের অন্য লোকজন বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক আহত ফাতেমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে লাশ হাসপাতালের
মর্গে রাখা হয়। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দামকুড়া থানায় একটি অপমৃত্যু মামলা হবে। আর শিশুটি নাবালক হওয়ায় তাকে তার বাবার জিম্মায় দিয়ে দেয়া হবে।
এডিসি রুহুল কুদ্দুস আরো জানান, যেহেতু ৯ বছরের নিচে কেউ অপরাধ করলে সেটি অপরাধ হয়না তাই তাকে তার বাবায় জিম্মায় দেয়া হবে। থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এদিকে, ৭ বছর বয়সি শিশু কর্তৃক মা খুন হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় জমায়। সামান্য বিষয় নিয়ে খুন হওয়ায় ওই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এমকে