নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা এলাকায় সাত বছর বয়সী এক শিশুর হাসুয়ার কোপে তার মায়ের মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম (২৫)। ওই নারী দামকুড়া থানার বেরপাড়া পূর্বপাড়া এলাকার রবিউলের স্ত্রী। আজ সোমবার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরে খবর পেয়ে ওই শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমায়। তবে কেউ বুঝে উঠতে পারছে না কেন এই ঘটনা ঘটেছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রপলিটন পুলিশের দামকুড়া থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম জানান, আজ সোমবার সকাল ৯ টার দিকে ওই শিশু তার মাকে হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে তার মা ফাতেমার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে ও তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে ওই শিশু তার মাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। শিশুটি এখন পুলিশ হেফাজতে রয়েছে। তার থেকে শোনা হবে কেন সে তার মাকে হত্যা করেছে। বিষয়টি নিয়ে কোন কিছুই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ওই শিশুর বয়স আনুমানিক ৭ বছর কবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে