শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের বিশালপুর কমিউনিটি ক্লিনিকের ২৫ লাখ টাকা ব্যায়ে পুনঃনির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৭ জুন রোববার সকালে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. নজরুল ইসলাম, বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোসলেম উদ্দিন, রইচ উদ্দিন, অত্র কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রæপের সভাপতি ও ইউপি সদস্য শ্রী বিপ্লব কুমার, সদস্য সচিব ও সিএইচসিপি আবু বকর সিদ্দিক, কোষাধক্ষ আকবর হোসেন, আওয়ামীলীগ নেতা সামছুল হক, বিশালপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সাহাবুদ্দিন শিহাব, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা নাঈম হাসান, আবু রায়হান সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই