নিজস্ব প্রতিবেদক,দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে হতদরিদ্র ১৫ টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করার অভিযোগ উঠেছে সাদেক ও কাদের নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৪জুন) তাদের বাড়ির সামনে বাঁশ ও তারের বেড়া দেওয়ায় যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে গত শনিবার স্থানীয় চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ।
ওই গ্রামের সাদেক ও কাদের শতবর্ষী রাস্তার মাঝ বরাবর ২০ ফুট দীর্ঘ একটি তারের ও বাঁশের বেড়া লাগিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। এতে ভ্যানচালক জমসেদ, ভ্যানচালক শাহাবুর, বু্দ্ধিপ্রতিবন্ধী আশাদুল, মখলেসুর, মাহবুবুর রহমান, এনামুল, রফিক, রাকিব ও তুহিনের পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। সেই সঙ্গে দিনমজুর,ও ভ্যানচালক সহ ১৫ টি পরিবারের আয় রোজগারও বন্ধ হয়ে গেছে।
অবরুদ্ধ ভ্যানচালক জমসেদ বলেন, পারিবারিক কলহের কারণে বাড়ির সামনে বেড়া দিয়ে পনেরটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশী সাদেক ও কাদের দুইভাই। শুধু বেড়াই নয়, আমার ইনকাম ও বন্ধ হয়ে গেছে ভ্যান বাড়ি থেকে বের করতে পারছি না। তাছাড়া ফসলসহ গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তারা। এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের ভয়ে কিছু বলতে পারছে না।
ভুক্তভোগী ভ্যানচালক সাহাবুর জানান, সাদেক তার ভাই কাদের ও আজিজুল সহ তাদের লোকজন আমাদের হুমকি ধামকি দিচ্ছে। গত ৪ দিন যাবৎ আমরা বাড়ির বাইরে যেতে পারছি না ঘরে চাল-ডাল নেই। কিন্তু বাজারে যেতে দিচ্ছে না।
ইউপি সদস্য মো: রেজাউল ইসলাম বলেন, সাদেক ও কাদেরকে বেড়া অপসারণ করতে বলা হয়েছে। কিন্তু তারা আমার কথা মানতে নারাজ।
অভিযুক্ত কাদের বলেন, রাস্তার কিছু অংশ আমাদের পৈতৃক সম্পত্তি। এর কিছু অংশ গ্রামবাসীর চলাচলের জন্য রেখেছি। ওই পনের পরিবারকে আমি রাস্তায় বের হতে দেব না।
ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি ঐ এলাকার মেম্বারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। খবর২৪ঘন্টা /এবি