1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শচিন নাকি লারা : ব্রেট লি’র চোখে সেরা কে? - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

শচিন নাকি লারা : ব্রেট লি’র চোখে সেরা কে?

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: খেলার জগতে সেরার বিতর্কটা যুগে যুগে ছিল, থাকবে। ব্যাটিং কিংবদন্তির মধ্যে শচিন টেন্ডুলকার আর ব্রায়ান লারাকে নিয়ে যে বিতর্ক এখনও থামেনি। কারও কাছে শচিন সেরা, কারও চোখে লারা।

অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লি খেলেছেন দুজনের বিপক্ষেই। তার চোখে সেরা কে? ব্রেট লি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার থেকে এগিয়ে রাখছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকে।

পরিসংখ্যানের দিক থেকে শচিনের ধারেকাছেও কেউ নেই। ক্যারিয়ারে ১০০ সেঞ্চুরির মালিক করেছেন ৩৪, ৩৫৭ রান। তার নিকট প্রতিদ্বন্দ্বী কুমার সাঙ্গাকারা ক্যারিয়ার শেষ করেন ২৮, ০১৬ রান নিয়ে।

সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় লারা সাত নম্বরে। তবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নান্দনিক এবং চোখ ধাঁধানো ব্যাটসম্যান মনে করা হয় তাকে। টেস্টে অপরাজিত ৪০০ আর প্রথম শ্রেণির ক্রিকেটে হার না মানা তার ৫০১ রানের ইনিংস, এ দুটি রেকর্ড এখন পর্যন্ত ভাঙতে পারেননি কেউ।

তারপরও ব্রেট লি’র চোখে শচিনই এগিয়ে। ‘ক্রিকবাজ’র সঙ্গে এক সাক্ষাতকারে সাবেক অসি পেসার বলেন, ‘আমার মনে হয় তিনজন বিদেশি খেলোয়াড়ের কথা তৎক্ষণাৎ বলা যায় : শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা আর জ্যাক ক্যালিস। আমার মনে হয় শচিনই আমাকে বেশি খেলার সুযোগ পেয়েছেন। আমার চোখে তিনিই সেরা ব্যাটসম্যান।’

লারাকে নিয়ে লি’র মূল্যায়ন, ‘তারপর ব্রায়ান লারার কথা বলব। তিনি ছিলেন বিধ্বংসী ব্যাটসম্যান। বোলার কত জোরে বল করছে সেটা তার কাছে ব্যাপার নয়। তিনি আপনাকে মাঠজুড়ে আছড়ে ফেলবেন। টেন্ডুলকার আর লারা এই খেলাটার দুজন কিংবদন্তি।’

শচিনকে সেরা ব্যাটসম্যান বললেও ক্রিকেটার হিসেবে তার চোখে সেরা সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

২৫,০০০ রানের সঙ্গে ৫৭৭ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করা ক্যালিসকে নিয়ে লি বলেন, ‘ক্যালিসের পরিসংখ্যানই তো কথা বলছে। আমার চোখে তিনি সবচেয়ে পরিপূর্ণ একজন ক্রিকেটার। তিনি যে কোনো দলে ওপেনিং বোলার কিংবা ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেতেন। তারপর তার কতগুলো ক্যাচ দেখুন। তিনি নিরেট এক ক্রিকেটার।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST