1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করণজিত্ থেকে সানি হয়ে ওঠার এই দুর্ধর্ষ কাহিনিটা কি জানেন? - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

করণজিত্ থেকে সানি হয়ে ওঠার এই দুর্ধর্ষ কাহিনিটা কি জানেন?

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: “আমি সানি লিওনি ব্র্যান্ড তৈরি করেছি৷ আর সবসময় এটা ধরে রাখব৷” বলেছিলেন সানি লিওনি৷ খুব একটা ভুল কিছু বলেননি৷ আজ সানির কথা সর্বজনবিদিত৷ তাঁর নাম জানেনা, এমন কেউ নেই৷ প্রাক্তন পর্নস্টার হিসেবে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি৷ কিন্তু আজ তিনি প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে গণ্য হন৷ যতটা না অভিনয়ের গুণে, তার চেয়ে বেশি মানুষ হিসেবে সানি সবার মন জয় করে নিয়েছেন৷ কিন্তু করণজিত্ কউর থেকে সানি লিওনি হওয়ার কাজ তাঁর কাছে সহজ ছিল না৷ সেকথা নিজেই জানিয়েছেন সানি৷

১৯৮১ সালের ১৩ মে৷ মিস্টার ও মিসেস ভোরা ওন্তারিওর সার্নিয়ায় এক কন্যাসন্তানের জন্ম দেন৷ মেয়ের নাম রাখেন করণজিত্ কউর৷ সানির বাবা তিব্বতে জন্মগ্রহণ করেছিলেন৷ কিন্তু থাকতেন দিল্লিতে৷ মা হিমাচল প্রদেশের বাসিন্দা৷ জন্মসূত্রে সানি লিওনি শিখ৷ ছোটোবেলায় সানি ছিলেন টমবয় প্রকৃতির৷ খেলা করতেন ছেলেদের সঙ্গে৷

 

যখন তাঁর বয়স ১৮ বছর, সানি লিওনি আবিষ্কার করেন তিনি বাইসেক্সুয়াল৷ ছেলেদের পাশাপাশি মেয়েদের দিকেও ঝোঁক ছিল সানির৷ অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে তিনি বেকারিতে কাজ করতেন৷ তখনই এক বন্ধু সানিকে মডেলিংয়ে যোগ দিতে বলেন৷ ২০০৩ সালে পেন্টহাউজ পেট খেতাব পান তিনি৷ তারপর থেকেই সানির ক্যারিয়ার উঠতে থাকে৷ ২০১০ সালে ম্যাক্সিম সেরা ১২ জন পর্নস্টারের তালিকায় সানির নাম নথিভুক্ত করে৷

পর্নস্টার হিসেবে নাম করলও আমরণ সেই পরিচয়টাই রাখতে চাননি সানি লিওনি৷ তাই ভারতে বিগ বসের আমন্ত্রণ পেয়েই চলে আসেন তিনি৷ তারপর আর নিজের দেশে ফেরার কথা চিন্তা করেনি৷ ভারতেই থেকে যান৷ পূজা ভাট তাঁর ছবি জিসম ২-এ তাঁকে প্রধান অভিনেত্রী হিসেবে পরিচয় করান৷ তারপর থেকে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরে তাকাতে হয়নি সানিকে৷ তাঁর যাত্রা এখনও চলছে…

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST