গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। বুধবার সকাল ৭ টা ৪৫ মিনিটের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ গোদাগাড়ী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল বারীর নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে। আটককৃত ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে সেলিম (১৯)।
আটককৃত আসামী সেলিমের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করবে থানা পুলিশ।
গোদাগাড়ী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল বারী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে বিজিবি। এ অভিযান অব্যাহত থাকবে। খবর২৪ঘন্টা / এবি